আখাউড়া প্রতিনিধি :
ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন,গত চার মাসে দুই দেশের বাণিজ্য বেড়েছে।
এই সময়ে রেলপথে আমদানি- রপ্তানি বেড়েছে।
দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়াতে সড়ক,রেল ও নৌ-পথ উন্নত করা হচ্ছে।
তিনি আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর হয়ে নিজ দেশ ভারত যাত্রাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
ট্যাুরিস্ট ভিসা চালুর বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলেন,দুই দেশের টুরিস্ট ভিসা আপাতত বন্ধ আছে।
ফ্যামিলি ভিজিট,ব্যবসা,চিকিৎসা সহ অনেক ভিসা চালু আছে।
বিমান যোগাযোগ শুরু হয়েছে। টুরিস্ট ভিসা চালু নিয়ে আমরা ভাবছি।
কোভিট পরিস্থিতি নিয়ন্ত্রণ হলে টুরিস্ট ভিসা চালু করা সম্ভব হবে।
ভ্যাকসিন সম্পর্কে ভারতের হাই কমিশনার বলেন, ভারতে ভ্যাকসিন উৎপাদন বেড়েছে।
আশা করছি চুক্তিমতো বাংলাদেশকে ভ্যাকসিন দেয়া যাবে। কখন দেয়া যাবে এই মুহুর্তে বলা যাচ্ছে না।
তিনি সড়ক পথে ঢাকা থেকে আখাউড়া স্থলবন্দর হয়ে ভারত গমন করেন। এসময় তিনি আরো বলেন কোভিট পরিস্থিতির কারণে আখাউড়া-আগরতলা নির্মাণ কাজ গতি হারিয়েছ। আগামী বছরের মার্চ মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে বলে তিনি আশা করেন।
এর আগে স্থলবন্দরে ভারতীয় হাই কমিশনারকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রোমানা আক্তার,কসবা সার্কেল এর সহকারী পুলিশ সুপার নাহিদ হাসান,আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান সহ দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।