দেশব্যাপী শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা উদযাপন করা হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সম্প্রীতি নষ্ট হয় এমন কিছু কাউকেই করতে দেয়া হবে না।
রবিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর খামারবাড়িতে শারদীয় দুর্গাপূজার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এসব কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী বলেন সকল অশুভ শক্তিকে যার যার মতো করে মোকাবেলা করতে হবে। অশুভর বিনাশে সম্মিলিত ভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান হাইকমিশনার।