‘জ্বীন’ একা দেখলে লাখ টাকা, যা বললেন জাজের আজিজ

 


‘জ্বীন সিনেমা একা দেখতে পারলেই- এক লক্ষ টাকা পুরস্কার।ঘোষণাটি জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজ থেকে দেওয়া হয়েছে।অভিনব এমন ঘোষণাটি শুনে চারদিকে বেশ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ সমালোচনার সুরে এটাকে জাজের প্রচার কৌশল বলেও আখ্যা দেন।

তবে সে বিষয়ে প্রযোজনা সংস্থা জাজের প্রতিষ্ঠাতা আবদুল আজিজ জানান, এটা মোটেও প্রচার কৌশল নয়। বরং কিছুটা তড়িৎ সিদ্ধান্ত ছিল বলেও স্বীকার করে নেওয়া হয়। 

জাজের পক্ষ থেকে বলা হয়, আমরা সত্যি অভিভূত । এই পোস্টের এত রিচ দেখে । ২৪ ঘণ্টায় ২৫ লাখ রিচ, ৫৮ হাজার কমেন্টস ও ১০ হাজার শেয়ার। জাজের পেইজে এটাই প্রথম । এ ছাড়া আরও হাজার হাজার লাইক, কমেন্টস ও শেয়ার আছে পূজা চেরি, সজল, রোশানসহ অন্যান্য চলচ্চিত্র গ্রুপ ও পত্রিকার নিউজগুলোতে । সব এক করলে রিচ হয়তো ১ কোটি ছাড়িয়ে যাবে। 

এত মানুষ একা সিনেমা দেখতে চাইবে, এটা ছিল আমাদের কল্পনার বাইরে। আরেকবার প্রমাণ হয়ে গেল, আমরা সাহসী জাতি, আমরা বীরের জাতি । 

সেখানে বলা হয়, টাকার মায়া আমাদেরও আছে। আমাদের বিশ্বাস ছিল— কেউ একা একটি সিনেমা হলে বসে সম্পূর্ণ সিনেমাটি দেখতে পারবে না। সে জন্যই ১ লাখ টাকা বলেছি। ভেবেছিলাম কিছু মানুষ দেখতে চাইবে, আর তাদের ডেকে সিনেমাটি একা দেখার ব্যবস্থা করব। কিন্তু এখন দেখতে চাচ্ছে ৬০ হাজার!!! যার মধ্যে আমাদের ঘরের অনেক নায়ক-নায়িকা যেমন আছে, তেমনি আছে আমার বাসার সদস্য (আমার মেয়ে ও ভাতিজিরা)।

তবে জাজের আবদুল আজিজ এখানে নিশ্চিত করছেন, আমরা নিরপেক্ষতার সঙ্গে তা বাছাই করব। আর কীভাবে বাছাই করা যায়, তার ওপর কাজ করছে জাজের আইটি টিম। আগামীকাল তা তৈরি হয়ে যাবে । আগামীকাল যেহেতু 'পাপ (প্রথম চাল)’-এর থিম গান রিলিজ করছি। তাই আগামীকাল জ্বীন সংক্রান্ত কোনো পোস্ট দেব না । বাছাই প্রক্রিয়ার ঘোষণা দেব আগামী বুধবার। 

অনেকেই বলছে, এটা মার্কেটিং পলিসি। কিন্তু আবদুল আজিজ বলেন, আমাদের কাছে এটা মেঘ না চাইতেই বৃষ্টি। বুঝিয়ে বলছি— গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের একটা প্রোগ্রামে মার্কেটিংয়ের ওপর লেকচার দিতে দিতেই হঠাৎ বলে ফেলি— একা একা সম্পূর্ণ জ্বীন সিনেমাটি যদি কেউ দেখতে পারেন, তাকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। সেখানকার কেউ রাজি হয়নি। আর আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে গাড়িতে বসেই, যথারীতি পোস্টের মতোই এক লাখ টাকা পুরস্কার ঘোষণা দিয়ে পোস্ট করি। এই পোস্ট ভেবেচিন্তে করেছি বা মার্কেটিংয়ের জন্য করেছি এমনটি নয়। ভেবেছিলাম কিছু লোক রাজি হবে, না বুঝেই । দিলাম পোস্ট। এর পর তো ইতিহাস, হয়ে গেল ভয়ঙ্কর রকমের প্রচার ।

Previous Post Next Post